আমাদের কথা খুঁজে নিন

   

লাল-সবুজময় এক বিকেল



দুপুর গড়িয়ে তখন বিকেল, আকাশ, আকাশে পাখির কোলাহল সব মিলিয়ে আর দশটি দিনের বিকেলের সাথে এ বিকেলের কোনই পার্থক্য নেই কিন্তু তারপরও আলাদা এক বিকেল । রোডে গাড়ির সংখ্যা নিতান্তই কম, মানুষের সংখ্যা ও যে তেমন বেশি তাও নয়। এমন এক বিকেল, যে বিকেলে পথঘাট-দোকানপাট থেকে শুরু করে প্রকৃতি এমন কি মানব মন সব হয়ে ওঠে লাল-সবুজময়। ১৬ই ডিসেম্বরের কথা বলছি,২০০৩এর ১৬ই ডিসেম্বর। রিকশাতে বসে লাল-সবুজময় বাংলাদেশের কথা ভাবছিলাম--- পুরো ঢাকা যেন সেজে উঠেছে লাল-সবুজে …... ২০০৩ সালের লাল-সবুজের বাংলাদেশ সেজেছে রঙ দিয়ে আর ৭১-এ সেজেছিল রক্ত দিয়ে... সবুজ প্রকৃতির মাঝে বাংলার দামাল সন্তানের রক্ত দিয়ে।

ভাবতে ভাবতেই রিকশা পৌছে গেল গন্তব্যে, রিকশা ভাড়া চুকিয়েই সামনে দেখি পরিচিত কিছু ছোট ভাই। এগিয়ে যেতেই হাতে ধরিয়ে দিল কাগজের একটি লাল-সবুজ পতাকা। ৭১এর ভাবনা থেকে চলে আসলাম '০৩-এ, – -কিরে পতাকা পেলি কোথায়? -কোথায় আবার, এলাকার সবাই মিলে একটা মিছিল করলাম -ও , ওখান থেকেই নাকি............... কথার মাঝে একজন প্রশ্ন করল, “রিকশা ভাড়া দেননি?” পিছনে ফিরে দেখি রিকশাওয়ালা আমায় ডাকছে, কাছে যাওয়ার পর ডাকার কারন জিজ্ঞেস করলাম.... কোনো উত্তর নেই... কি ব্যাপার... দ্বিতীয় বার জিজ্ঞাসের পূর্বেই দেখি তার চোখে পানি... ভেজা কণ্ঠে জানতে চাইলেন তাকে একটা পতাকা দেয়া যাবে নাকি। বলা মাত্রই আমি নিজের হাতের পতাকাটা উনাকে দিলাম। কাঁপা হাতে কোন মতে পতাকাটা ধরেই কান্নায় ভেঙ্গে পড়লেন.... অবাক বিস্ময় নিয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলাম।

কান্না থামিয়ে তিনি বললেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। জাতির বীর সন্তানের দেশের প্রতি হৃদয় নিঙরানো ভালবাসা দেখে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করা হল না। জাতির বীর সন্তানের কিছু কথা শোনার সৌভাগ্য তখন আমার হয়েছিল-- “ তোমরা এ পতাকার মর্ম বোঝ না, যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা এ পতাকা এনেছি। যদি বুঝতে, তবে এ দেশের মাটিতে রাজাকার গাড়িতে পতাকা নিয়ে ঘুরতে পারতো না। যদি বুঝতে,তবে রক্ত দিয়ে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি,আজ তাদের সমর্থনে মুখে তাদের পতাকা আকতে না।

এসব দেখে খুব কষ্ট পাই, যখন খুব বেশি কষ্ট হয় তখন যুদ্ধের সময়ে কাছে রাখা পতাকাটা মুখে চেপে ধরে কাঁদি। বুঝলে না তোমরা রক্তে আঁকা এই লাল-সবুজের মূল্য। ”' তাকে সান্তনা দেয়ার ভাষা আমার জানা ছিল না, লাল-সবুজের মর্যাদা অনুধাবনের শক্তি যদি আমার থাকতো তবে .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।