আমাদের কথা খুঁজে নিন

   

২৭ জানুয়ারি ২০০৬ এ লেখা তিনটি

ডুবোজ্বর

২৭০১০৬-১ আমার দেয়ালগুলি সপ্তবর্ণ সুর হয়ে আছে একপাশের দেয়াল রেখেছি নিজের কবিতার জন্যে আরপাশে প্রিয় কবিতা আরপাশেই বাতিটা জ্বলে রাতে কিংবা লোডশেডিং এর আগে একদিন বিস্মৃতির নদী এসে বয়ে চলে গেছে আমার ঘরে আমার চাদরে দেয়ালে লিখে রেখে গেছে এঁকে গেছে স্মৃতিচিহ্ন কল্পতরু বৈতরণীনদী নৌকো ইত্যাদি আমি নদী ভালোবাসি আমি দেয়ালে কবিতা লিখি ------------------------------------------------------------------- ২৭০১০৬-২ ভুলে যাওয়া সুর আমাকে ডাকে ঝরাবকুলের গানে গানে পাওয়া রঙ আমাকে আঁকে কাহার অধীরপ্রাণে ভুলে যাওয়া সুর কীভাবে ডাকে গানে পাওয়া রঙ কেমন তারপর অনেকদিন নদীতে থাকে না চর জলযান ইত্যাদি মৎস্যলোভী বিষয় তারপরও জলস্রোত বাতাসকে বলেছে অভিবাদন বাতাস তুমি বকুলের কাছে কি করো রোজ ---------------------------------------------------------------------- ২৭০১০৬-৩ মৃত্যুহীন তালে শুচি হয় আরক্ত বালিখাতা তোমার উরুদেশে কুয়াশার মশারি আমাদের আড়াল দেবে জলছোঁয়া চুম্বনের ক্ষণে তারও আগে লেখা ছিলো আমাদের গন্তব্য কেউ কি জানতাম আর তোমার দুটিচোখের তরুশাখে দুইটি চিল ডানা মেলে আমি তাকিয়ে থাকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।