আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাওয়া নারীকে মনে হবেই তো মনোহর !

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

চলে যাওয়া নারীকে মনে হবেই তো মনোহর ! শাফিক আফতাব.......................... যা চলে গেছ তার জন্য ক্ষেদ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চলে যাওয়া নারীকে মনে হবেই তো মনোহর। নদীর স্রোতের মতোন কালের কাছে সমর্পিত হই যে কাছে আছে সেই তো মর্ত্যলোকের সই।

তার কাপোলে টিপ দাও__নাকটা আরও সুঁচালো করো চুলের বিন্যাস দাও লতার মতোন ,যাতে নেতিয়ে পড়ে বৃক্ষের ডালে নিজের মতোন করে গায়ের রং করো গাঢ় তারপর বাতাস লাগাও পালে। দেখবে সেই সুন্দর হয়ে উঠছে__তোমার নির্মাণে তার রূপরস গন্ধ মেখে তুমি হবে ঋদ্ধ প্রেমিকের এক সার্থক মানুষ তারা মত্ত থাক__ বেগানা নারী নিয়ে__খেয়ে উৎকোচ ঘুষ তুমি বাঁচবে শান্তির শতধারায়, নির্বাণে। যা চলে গেছে তার জন্য ক্ষেদ করা ভালো নয় যা আছে তাই দিয়ে স্বর্গ গড়ে তোলা যায়, নিশ্চয়। ০৫.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।