মেঘলা আকাশের নিচে, বৃষ্টি হয়ে পরি শেষে...
কবি: অজানা
আবৃত্তিকার: অজানা
একা একা ভালবেসে এইভাবে বেড়ে যাই পাপ
তুমি কোনদিন দেখবেনা, তার দুঃখ অনুস্তাপ
কোন কোন মাঝ রাতে বৃষ্টি হবে, সে তখন তোমাকে পাবেনা
বৃষ্টি যেমন ক্রমান্বয় প্রিথিবীর বস্ত্র হরণ করে,
টানে টানে খসে যাই আবরণ, পরে থাকে বিশুদ্ধ যৌবন
ঠিক সেই ভাবে বস্ত্র হরণ করেও, সে তোমাকে পাবেনা
কোন কোন দুপুরে নীল আকাশে ভেসে যাবে একা চিল, সে তখন তোমাকে পাবেনা
আকাশের মত বিস্তৃত করেও, সে তোমাকে পাবেনা
সে তোমার ঠোঁট ছুবে, স্তনাক্র তোমার চিবুক, তবু মাঝ রাতে বৃষ্টি হলে তুমি তার হবেনা
তোমার পুরুষ সে তো জানেনা, মাঝ রাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও
কে তোমায় বাজাই তখন, কার কন্ঠে গান গাই একান্তের স্মৃতি
কোন সে হাত এসে সিতী কাটে তোমার চুলে, তোমাকে শয্যা থেকে তুলে নেই
তোমাকে তোমার শরীর থেকে তুলে নেই, কোন সেই পুরুষ
তোমার পুরুষ সে তো জানেনা, বোঝেনা, মাঝ রাতে বৃষ্টি্র অর্থ
জানেনা নির্জন করীডোরে নতজানু এক নিঃসঙ্গ যুবক,
তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল, তোমার চমকিত চোখে বর্ষণ দেখেছে সে
বলেছিল তোমার নিজঃস্ব পুরুষ সে তো জানেনা, নিজঃস্ব ছাড়িয়ে আরো কিছু থাকে
http://www.youtube.com/watch?v=mcZRV2cfAio
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।