আমাদের কথা খুঁজে নিন

   

সী-স্ক্যাল্পচার প্রদর্শনী

I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)

কয়েস মাস আগে হয়ে যাওয়া একটা স্ক্যাল্পচার এক্সিবিশানে গিয়ে তোলা কিছু ছবি। নাম লেখা ছিলো না নীচে। তাই এইগুলোর নামও আমি জানি না। অনেকগুলো ছবি তুলেছিলাম। এইখানে কিছু দেয়া হলো। বাকিটা পরের পর্বে দিবো যদি আপনাদের ভালো লাগে। ১. মটর সাইকেলরে মনে হয় হাতুড়ি দিয়া ভাইঙ্গা রাখছে ২. রেল লাইনের একটা স্ক্যাল্পচার ৩. দুইটা প্লেন গোত্তা খাইছে ৪. মনে হৈছে কোন রাসায়নিক বন্ধন ৫. এক পা-ওয়ালা তালগাছ মানুষ ৬. রাডারের মতো কি যেনো, একটু পরপর ঘুরতাছিলো ৭. একটা তিমিমাছ গোত্তা খাইছে মাটিতে ৮. ডরে হাত-পা আমার... ৯. খাম্বা উড়বার চায় ১০. কান হৈলেও হৈবার পারে ১১. ছিঃ ছিঃ কি অশ্লীল ১২. সৃস্টকর্তার অনুকম্পার অপেক্ষায় এক ভাঙ্গাচোড়া বালক ১৩. চারটা সূটকেস নিয়া জাহাজের অপেক্ষায় ১৪. জাহাজ-গাছঃ জাহাজের আকৃতিতে একটা গাছ ১৫. এইটা কি আমি কিন্তু জানিই না ১৬. ওরে বাবারে, কত্ত বড় শামুক ১৭. দূর থিকা মনে হৈছে বিজ্ঞান বৈয়ের দেখা স্পার্ম, কিন্তু... ১৮. নিতান্তই এক ভদ্দরনোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।