আমাদের কথা খুঁজে নিন

   

T.... Moy Hacking Day ! টাইপ ওয়ার্ম অ্যাটাক্ট করেছিল

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

গতকাল অফিসের পিসিতে হটাৎ এটাক করতে লাগল ওয়ার্ম টাইপের কিছু একটা হবে। ডেস্কটপে জ্যামিতিক হারে বাড়তে রাগল একটা লেখা ( কালো হরফ অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড) দূর শালা লেখাটা ভুলে গেছি.. সম্।বত T.... Moy Hacking Day ! কন তো কেমন লাগে...এজ মডেম গিলে খেলো..কাজই করেনা.. অনেক ভেবে শেষে তারিখ পাল্টে দিলাম পিসির ..এবার থামল ওয়ার্মের দৌড়াত্ম ...কিন্তু মডেম কাজ করে না সুইজ টু ইউজার করে ..অন্য ইউজার হিসেবে নতুন করে মডেম ইনস্টর করে তবে ..ঢুকতে পারলাম নেটে ... ততক্ষণে শেয়ার মার্কেটে বন্ধ হয়ে গেছে ট্রেড .... কেউ কি জানেন ঐ টা কি ওয়ার্ম / ভাইরাস ছিল। অন্য আরেক পিসিতেও অ্যাটাকের খবর পাইছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।