আমাদের কথা খুঁজে নিন

   

শ্রুতি-নাটক

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

শ্রুতি-নাটকের সাথে আমার প্রথম পরিচয় শেষের কবিতা দিয়ে। অমিতের কন্ঠটা দিয়েছেন স্বয়ং সৌমিত্র চ্যাটার্জী। নাটকটা আমার এতো ভালো লাগে যে অবসর পেলেই লাগিয়ে দিয়ে শুনতে বসে যায়। প্রতিবারেই নতুনের মতন মনে হয়।

এরপর শাওলী মিত্রের কন্ঠে শুনি রবীন্দ্রনাথের গল্পস্বল্প। তাঁর কন্ঠে বাচস্পতি শুনেই আমি তাঁর ভক্ত হয়ে যায়। পরে এক কলিগের কাছে জানতে পারি শাওলী মিত্র অনেক জনপ্রিয় একজন শ্রুতিনাট্যশিল্পী। নীচে আমার পছন্দের কিছু শ্রুতি-নাটকের লিঙ্ক দিলামঃ শেষের কবিতা - প্রথম পর্ব শেষের কবিতা - দৃতীয় পর্ব গল্পস্বল্প - প্রথম পর্ব গল্পস্বল্প - দৃতীয় পর্ব লিপিকা - প্রথম পর্ব লিপিকা - দৃতীয় পর্ব শচীন কুমার মুল্লিক এবং পঙ্কজ দেব বর্মণ টেলিফোন বিভ্রাট হনুমানের নগরদর্শন মুর্খ্য মন্ত্রী - রবি ঘোষ দাশু পাগল - রবি ঘোষ কৌতুক হাস্য আপনার জানাশোনা কোনো ভালো শ্রুতিনাটক থেকে থাকলে জানাবেন। তেমন বুঝলে পোষ্টটা এডিট করে সেগুলোও যোগ করে দিব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।