আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে গ্রন্থমেলায় আমার বই 'জায়গীরনামা'

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

তখনও অনেকের বাড়িতে কিছুটা ফাঁকা ছিল অন্যকে জায়গা দেবার তখনও অনেকের মানসিকতায় কিছুটা স্থান ছিল অন্যকে প্রশ্রয় দেবার এবং তখনই কিছু শিক্ষার্থী অন্যের বাড়িতে অন্যের প্রশ্রয়ে চালিয়ে যেতো নিজের পড়াশোনা; জায়গীর কিংবা লজিং মাস্টার নামে পরিচিত সেইসব ছাত্ররা এখন আর প্রশ্রয় পায় না কোথাও ষষ্ঠ শ্রেণীর এক কিশোর হাটকয়েড়া থেকে জায়গীর জীবন শুরু করে রাজধানী পর্যন্ত এসে ময়মনসিংহের ট্রেনে উঠেন মেডিকেলে পড়তে যাবার জন্য মাঝখানে কেটে যায় সাত সাতটা বছর গল্পের মতো করে বলে যাওয়া সেই সাত বছরের ঘটনাই জায়গীরনামা প্রকাশন: শুদ্ধস্বর প্রচ্ছদ: সব্যসাচী হাজরা মূল্য: আশি টাকা Click This Link Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।