আমাদের কথা খুঁজে নিন

   

মনে হলো যেন পেড়িয়ে এলেম অন্তবিহিন পথ....

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে

অনেক দিন পর লিখছি। বাসায় নেট নাই। পরীক্ষা উপলক্ষে বন্ধ। হলে এক বন্ধুর পিসি থেকে লিখছি।

শরীরটা ভালো নেই। গতকালকে বানিজ্য মেলা গিয়েছিলাম। ধুলা বালিতে অবস্থা খারাপ। ফ্রুটো জুস আর চিপস আর আরো হাবিজাবি খেয়ে পেটের অবস্থাও শোচনীয়। মাথা হালকা ব্যাথা।

ইউনিলিভারের স্টলে ঢুকতে পারি নাই। লম্বা লাইন। ইউনিলিভারের এইচ আর খুবই টেষ্টফুল। স্যামসাং মুটামুটি। মোজোর স্টলে একজনকে দেখে ভালো লেগেছে।

কবিতা লেখা হচ্ছে না অনেক দিন। আপনাদের সবাইকে ভাষা আন্দোলনের মাসের অগ্রীম শুভেচ্ছা। আর ফাল্গুনতো এলো বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।