কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
সিনোরে ফরিদ তার স্ত্রী মলিকে নিয়ে লং ড্রাইভে। দেশ থেকে বউ এসেছে মাত্র কয়েক মাস। তাই তো ফরিদ খুব মানজা মেরে পোশাক পড়েছে। হিরো হিরো ভাব নিয়া গাড়ী চালাচ্ছে।
সিডিতে গান বাজে,,,,,,,,,,,, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলতো...........................।
কিন্তু গাড়ী থামাতে হলো পুলিশ চেক পোস্টে। পুলিশ শুভ দিন জানিয়ে গাড়ীর কাগজ আর লাইসেন্স চাইল। ফরিদ সাহেব তাই করল। সব ঠিক । কিন্তু সমস্যা হলো ডকুমেন্টস ফেরত দিতে গিয়ে জৈনক পুলিশের ফরিদ সাহেবের গাড়ীর ভেতরে চোখ থেমে গেল।
আপনার চিনতুরা( ইতালীয়ান ভাষায় বেল্টকে চিনতুরা বলে) নেই কেন?
কি বলছেন আমি তো বেল্ট লাগিয়েছি।
এটা না অন্যটা।
ফরিদ সাহেব ভাবল তাহলে হয়তো কোমড়ের বেল্টের কথা বলছে। তিনি টি শার্ট উচু করে বললেন, এই যে আমার বেল্ট আছে । তো
পুলিশ হাসতে হাসতে আরে মশায় আমি আপনার গাড়ীর পেছনের সিটের বেল্টের কথা বলছি।
কোন কারণে গাড়ীর পেছনের সিট বেল্ট সিটের নিচে চাপা পড়ায় পুলিশ তা দেখতে পায়নি।
আহারে মামু আমার ইতালীয়ান মামুরা নতুন মামীর সামনে কি ল্বজ্জা টাই না দিল। সের এর উপর সোয়া সের সিট বেল্ট জায়গা মতন না থাকায় ৩৫ ইউরো জরিমানা।
সরি মামী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।