আপনি কি ভাল বাসা পেতে চান? নাকি ভালবাসা ? যে কোনও একটির খোঁজে বেরিয়ে পড়ুন, অন্যটি সহজেই পেয়ে যাবেন। কারণ দুটো একসাথেই থাকে চিরকাল! যদি ভাল বাসার দেখা পেয়ে যান কোন একদিন,তবে তো হয়েই গেলো ! এতে প্রথমেই ভাল বসার ব্যবস্থা করে রাখবেন। ভালবাসা আসলে, ভাল বাসা অর্থাৎ ভাল বাড়িতে (মাটির বাড়ি হলেও ক্ষতি কিছু নেই) একটু নিভৃতে বসতে চায়। সেই বসার জন্য একটি সহজ সুন্দর বাংলার পিঁড়ি হলেও চলবে। একদিন যদি আপনি কোথাও অভিমান বা রাগ করে (অন্য কারণেও হতে পারে !) ভাল বাসাটি ছেড়ে দূরে চলে যান, তখন আপনার ভালবাসা যত্ন করে পিঁড়িটি পেতে রাখবে উঠোনের কোণে!!
আপনি সাতঘাটের জল খেয়ে একদিন তো ফিরে আসবেন তার কাছে! পথ খুঁজে খুঁজে আসতে পারবেন তো?
কি ভাবছেন, বন্ধু ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।