আমাদের কথা খুঁজে নিন

   

এই ভালোবাসা তুমি ফাঁসিই মনে করো অথবা মনিহার

সুখীমানুষ

বলতে এসেছি "ভালোবাসি"। কারে ভয় করবো? লোকের! নির্লজ্জ বলবে? বেহায়া বা বেয়াদব! তুমি শুধু হ্যাঁ বলো, শুধু "হ্যাঁ" সমাজ সংসারের মুখে লাথি মারবো এ্যাই আমি.. হ্যাঁ, এই ভদ্র, সুবোধ, অতি ভালোমানুষ আমিই! "না" বলবে? কবিতার কলম তোমার পায়ে সমর্পণ করে চলে যাবো দূরে, সবার পথ হে বহু দূরের পথে। না বলা কবিতারা ঘিরে রইবে তোমারে আজীবন। এই ভালোবাসা তুমি ফাঁসিই মনে করো অথবা মনিহার। ৩০-১-০৯, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।