আমাদের কথা খুঁজে নিন

   

১১ জানুয়ারি ২০০৬ এ লেখা তিনটি

ডুবোজ্বর

১১০১০৬ বকুল তুমি ঝরে ঝরে কখনো ঘাসফুল রমণীয়রঙ বাতাস এসে কুড়িয়ে নিয়ে যাবে দশটি ব্যাকুল আঙুল তোমাকে খুঁজে খুঁজে পার হবে ঘাসবন লজ্জাবতীর দংশনে ঘাসের পায়ের পাতায় পরাবে অলক্তরাগ তুমি জড়িয়ে থেকো প্রিয়তম ঘাসের চরণ আমি হয়তো আসবো ---------------------------------------------------------------------------- ১১০১০৬-২ ছাইবর্ণ রঙ ধরে হারিয়ে যায় উত্তরদিগন্ত সন্ধ্যার সাঁকোটা পার হই আমরা যাই একফালি নদীর চরে কুয়াশার চাদর জড়িয়ে সারারাত বসি শুনি পরস্পরের বুকের ভিতর শঙ্খস্বর মাঙ্গলিক উৎসব আমাদের ডাকে আমরা যাই না দুজনের সাতহাতসপ্তকে বাঁধি শর্ষের মাঠ বৃশ্চিকবেদনার সংকটে আমরা হাসি আমরা ছাইবর্ণ অন্ধকার ভালোবাসি -------------------------------------------------------------- ১১০১০৬-৩ কীসের সংবাহন ভুলে গেছে মন মেঘের শরীর ছেনে রোদ আর নীলের কোমলতায় আপ্লুত ওষ্ঠাধর বিহারি হাওয়ার রূপ ধরে অপরূপ ছবি এঁকে পার হয় পৃথিবীর ভূমিজাল আরণ্যকমুগ্ধতা কুড়চির শাদাকোমল ইত্যাদি তারপরও চিলের কোমলতা বুঝে নি দুপুরের ছিনালরোদের শরীর ভাবে সে কীসে হয়েছে অবলীঢ়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।