আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক-৯ দাহ কালের গান-১



(শব্দ, সুর, স্বর-মুকুল মল্লী) এভাবেই কি কেটে যাবে হায় আফসোসের ছুরিতে কাটা দিন এভাবেই কি লুটে যাবে বল লাল টুক-টুক দিন আমি বিত্তহীন নিচু দলের চরকাতে কাটি সিঁদ ক্লান্তি শেষে যাপনের জীবন ওখানেই দেয় নিন তিল ঠাঁয় নেই উঠে গেছে ঐ শহর জুড়ে শ্রেণী করনের আসন খোলা আকাশে ঝলসানো চাঁদ ছিড়ে মানচিত্র মায়ের বসন আসনে বসি রাজাধীরাজ বাজায় স্বেচ্চাচারী বীণ সময়ের বনে সন্তরণ করে সবুজের নেই হাল শাহারার বুকে ছাঁয়ার শোকে খাঁ-খাঁ রোদ্দুর ডাল পাল পাল উড়ে শকুনের দলে ডানায় কপতের ঋণ রাতের মাসিরা দিনে আসিয়া ঘুম পাড়িয়ে যায় কালের ঘুমে ধনিক উড়ে ভোরের অন্তরিক্ষ ছায় ছাঁয়ায় ছাঁয়ায় একোন রুপে বর্গিরা আসীন ২৮/০১/০৯ খ্রিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।