সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, বুধবার গভীর রাতে উপজেলার জোড়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা খাঁ পাড়ার আজিমউদ্দিনের ছেলে হানু খাঁ (৩৫)। দ্বিতীয় জনের নাম জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪০ বছর।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ২টার দিকে ৩-৪ জনের একটি দল জোড়াঘাটা গ্রামের মিরাজউদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায়। গৃহকর্তা মিরাজ বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসীরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।
বাকিরা পালিয়ে যায়।
এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হয় আটক দুজন। সকাল ৬টার দিকে পুলিশ আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎক ডা. মশিউর রহমান তখনই একজনকে মৃত ঘোষণা করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান হানু খাঁ।
সদর থানার এসআই মকবুল হোসেন জানান, এ ঘটনায় মিরাজউদ্দিনের ভাই হিরাজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।