আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে প্রথম বাজার করার অভিজ্ঞতা

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
আমার ছোট কাজিনটা কালকে স্কুল থেকে ফিরে আমার ফ্ল্যাটে এসে বললো - ভাইয়া আজকে টিচার একটা জোকস শুনিয়েছে .... শুনবা ? ... আমি বললাম - বলো , সে শুরু করলো --- একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরের সামনে, এক বাচ্চা ছেলেকে তার আম্মু বাজারের লিষ্ট হাতে ধরিয়ে বললো - তুমি আর তোমার ছোট বোন যাও আজকে নিজে নিজে বাজার করে নিয়ে এসো ... দেকি তোমরা পারো কি না ... বেশ কিছুক্ষন পরে ট্রলি ভর্তি বাজার নিয়ে ছেলে মায়ের কাছে হাজির ... মা ও দেখলেল ছেলে তার সব জিনিস ঠিকঠাক মতো নিয়ে এসেছে ... খুশীতে তিনি ছেলেকে আদর করতে যাবেন ... এমন সময় হঠাৎ খেয়াল হলো ... আরে ছোট মেয়েটি তো নেই তিনি তার ছেলেকে জিজ্ঞেসে করলেন -- তোমার ছোট বোন কোথায় ? ছেলে -- আমি তো জানি না , আমি বাজার করতে ব্যস্ত ছিলাম মা -- তোমার কি সাধারন জ্ঞানটুকুও নাই ? ছেলে -- মা, আসল দোষ তো তোমার..... তুমি আমাকে লিষ্ট ধরিয়ে দিয়ে বলেছিলে সব জিনিস ঠিকঠাক মতো আনতে, আমি সেগুলো বার বার চেক করতে করতে এসেছি ... এর মধ্যে ছোট বোনের কথা কি তুমি কোথাও লিখে দিয়েছিলে বলো ? গল্পটি পড়ে মনে পড়লো নিজের প্রথম বাজার করার স্মৃতি ---এক ছুটির দিনে আব্বু আমাকে কিছু টাকা দিয়ে বলেছিলেন একলা গিয়ে কাঁচা বাজার করে আনতে, আমি যা আনবো আজকে সবাই তাই খাবে ... তখন মনে হয় ক্লাস ৪ অথবা ৫ এ পড়ি .... এর আগে কখনো বাজার করিনি ... আর আগে শখ করে যা কিনেছি তা হলো ফল বাজারে ঢুকে প্রথমেই কিনেছিলাম গরুর মাংস (আমার মোস্ট ফেভারেট একটা খাবার ) ... আর বাকি যা ছিল সবটুকু দিয়ে বিভিন্ন রকম ফল কিনে বাসায় ফিরেছিলাম ... আমার বাজার দেখে আব্বু বলেছিল -- তবুও অন্তঃত মাংস টা কিনে এনেছ, না হলে আজকে রাতে সবাই ফল খেয়ে থাকতো (আব্বু আগেই বলেছিল আমার বাজার করা জিনিস দিয়ে ডিনার করা লাগবে সবাইকে এবং সেটাই ফাইনাল ছিল ... ) একই কান্ড হলো এই ছোট কাজিনের বেলায়... কালকে রাতে আমার মামা তার মুখে এ গল্প শুনে তাকে ১০ ইউরো দিয়ে বলেছিলেন কালকে তোমার ইচ্ছা মতো বাজার করে এনো ..... একটু আগে শুনলাম, সেই ১০ ইউরোর কল্যানে মামা বাসায় আজকে চকলেট আর চিপস এর বন্যা বইছে ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।