আমাদের কথা খুঁজে নিন

   

আততায়ী-স্পর্শ

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .

স্বপ্নাধার খুঁড়ে সেদিন তোমাকে পাবার পর... আলতো নরোম নীলে ধমনীবন্দী করেছিলাম সমর্পিত কণিকাদের আলিঙ্গন ছাড়াতে পারি নি। রোদের আঁধারে বা কটাক্ষে উৎসর্গিত নাড়ীর হৃদস্পন্দনে হর্ষে-বজ্রে-কোমলে-তীব্রে-জ্ঞানে-সম্বিতে- আলিঙ্গন ছেঁড়ে নি। সেদিন- প্রতীক্ষিত অম্লপানে- নীল লিটমাস লাল ছিল। ধনুকবিদ্ধ শিহরনেরা - থরথরিয়ে প্রান পেয়েছিল। আগুনদগ্ধ মুখোসগুলো- খামখেয়ালী ধোঁয়া ছেড়েছিল। জ্বরতপ্ত স্বপ্নক্ষণ শেষে চন্দ্রাহত চাঁদটার গ্রহণ লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।