আমাদের কথা খুঁজে নিন

   

এক ছাগু কারাগারে ...

জাদুনগরের কড়চা
অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের দায়ে নাইজেরিয়ার পুলিশ এক দুর্ধর্ষ ছাগুকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। খবর রয়টার্সের। কালোর মধ্যে সাদা ছোপ ছোপ চেহারার এই মারকুটে ছাগুকে এলাকাবাসী ছিনতাই করার সময়ে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। জনগণ জানিয়েছে, এলাকায় সম্প্রতি ডাকাতি ও রাহাজানি বেড়ে যাওয়াতে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়। এর মধ্যেও একটি মাজদা ৩২৩ গাড়িকে অস্ত্র দেখিয়ে থামিয়ে ছিনতাইকারীদের দল ডাকাতি করার চেষ্টা করে।

খবর পেয়ে স্থানীয় লোকেরা লাঠিশোটা নিয়ে তাড়া করলে দুই ছিনতাইকারীর একজন পালিয়ে যায়। অন্যজন নিজেকে যাদুমন্ত্র বলে ছাগুতে রূপান্তরিত করে ফেলে ঘাপটি মারার চেষ্টা করে। সেই ছদ্মবেশে এলাকাবাসী ঘোল খায়নি, পালিয়ে যাবার আগেই তারা ধরে ফেলে ডাকু ছাগুকে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে পাবলিক এই মারাত্মক ছাগুকে পুলিশের কাছে সমর্পন করেছে। নাইজেরিয়ার কোয়ারা এলাকার দারোগা তুন্দে মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে এই খবর দেন।

সশস্ত্র এই ছাগুকে দেখতে দলে দলে লোক এখন থানায় ভিড় করছে। নাইজেরিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত সর্বশেষ ছবিতে এই ছাগুকে হাঁটু গেড়ে বিমর্ষ চেহারায় এক গোছা পাতা চিবাতে দেখা গেছে। তবে মন্ত্র বিষয়ে জনাব ছাগু কোনো মন্তব্য করতে রাজি হননি। [সূত্র - রয়টার্স] -- জ্ঞানের কথা - ছাগু হইতে সাবধান। মন্ত্রবলে এরা মানুষের রূপও ধারণ করে ফেলতে পারে।

তবে কাঁঠাল পাতা (কেপি) টেস্ট করলেই ধরা পড়বে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।