আমাদের কথা খুঁজে নিন

   

FM RADIO তে হিন্দী গান প্রচারে আপনার মত কি?

সব ক'টা জানালা খুলে দাওনা...

আমি গান ভালোবাসি, এই ভালোবাসা ভাষা বা সংস্কৃতির উর্ধে। যে কোনো গান তা সুরেলা হলে গানের কথা ভালো বা মজার হলে তা যে ভাষাতেই হোক ভালো লাগে আমার। কিন্তু এই ভালো লাগাটা একান্তই ব্যক্তিগত। মাঝে মাঝে গাড়ী জ্যামে পড়লে এফ এম এ গান শুনি(যদিও আর যে গুলার বাচালতায় মেজাজ খারাপ হয়ে যায়) তো এখানে দেখি প্রায় ই হিন্দী গান শোনায়। মনে ভাবনা এলো ভারত যেখানে আমাদের টিভি চ্যানেল গুলোকে তাদের ওখানে দেখাতে দেয়না সেখানে আমরা কেন আমাদের এত ভালো ভালো গান থাকতে হিন্দী গান শোনাবো? ওরা ওদের সিনেমার সাথে লেগে থেকেছে সব সময় তা ভালো হোক আর খারাপ ই হোক, এই সিনেমা ধরে তার এখন বিশ্বব্যাপী ব্যাবসা করছে। সেই সিনেমার সুত্র ধরে তাদের গান চলছে দেশে বিদেশে। আমাদের দেশে রাস্তায় বেরোলে বাংলা গান যে ক'টা শোনা যায় হিন্দী শোন যায় তার বহুগুন। আমাদের দেশের সিনেমার মান যদি ভালো হত তবে আমার বিশ্বাস বাংলা গান আরও ব্যাপক ভাবেই প্রচার হত। যা হোক আমার কথা হল আমাদের দেশে এখন যে গান হছে ভালো মন্দ মিলিয়ে আমার কাছে তাকে মান সম্মত মনে হয়, তবে কেন আমরা হিন্দী গানের প্রচারে এগিয়ে আসবো, কেন আমরা উর্দুর বিরুদ্ধে আন্দোলন করে এখন হিন্দী গান প্রচার করব? আশা করি একদিন বাংলা গান দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে যাবে, ভাষা নিয়ে আমাদের গর্বের মাত্রাও ছাড়াবে সীমানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।