মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com প্রিয় ঢাকাবাসী, চলে আসুন শাহবাগ! প্রিয় চট্টগ্রামবাসী, চলে আসুন প্রেসক্লাব! গর্জে ওঠো বাংলাদেশ! এক হও! এক হও! কোন রাজনৈতিক ব্যানার চলবে না! কোন রাজনৈতিক শ্লোগান হবে না! সবাই সমবেত হবেন এক দাবিতে! রাজাকারের ফাঁসি চাই! খুব তো বলেন, একাত্তরে আমি থাকলে আমিও যুদ্ধে যেতাম! খুব তো বলেন, আরেকটা যুদ্ধ লাগলে আমিও দেখিয়ে দিতাম! আজ প্রমাণ করবার সময়! আজ ঘরে বসে থাকবার দিন না! আজ মা-বোনরা ঘরে থাকবেন না! আজ দাদুও ক্র্যাচে ভর করে চলে আসবেন! আপনার রক্ত তো টগবগে! আপনি কিভাবে পারবেন শুধু মুখে দেশপ্রেমের কথা বলতে? আজ প্রমাণ করবার দিন! আজ ঘরে বসে থাকবার সময় না! আজ দেশ ডাকছে আপনাকে? আর্তনাদ শুনতে পাচ্ছেন না? আজ কাঁদতে আসবেন না! আজ ফাঁসির দাবি নিয়ে আসবেন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।