যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
পোস্টের "আহা!"র সাথে বাংলা ভাষার 'আহা'র কতটা মিল বলতে পারবোনা, কারণ এটা জাপানীজ ভাষায় নতুন সৃষ্টি হওয়া শব্দ "আহা", তাও সম্ভবতঃ এর প্রবর্তক ইংরেজী ভাষা থেকেই এর আমদানী করেছেন।
প্রবর্তকের নাম মোগি কেন-ইচিরো। ব্রেইন সায়েন্স, কগনিটিভ সায়েন্স -- এসবের পন্ডিত। "আহা! এক্সপেরিয়েন্স" নামের অদ্ভুত এক জিনিস আবিষ্কার করেছেন, তাঁর দাবী মস্তিষ্ককে সচল রাখতে হলে প্রতিদিনই এক'দুবার সকলের এই "আহা!এক্সপেরিয়েন্স" করা উচিত।
আহা! এক্সপেরিয়েন্স হলো ব্রেইনকে এক ধরনের স্টিমুলাস বা ইম্পাল্স প্রদান করা।
প্রশ্ন আসবে, কিভাবে সেটা দেয়া যায়, বা ব্রেইন কখন স্টিমুলাস বা ইম্পাল্স পায়? এটার উত্তর হলো অনেকটা এরকম, একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ যে মুহূর্তে আপনি একটা উত্তর পেয়ে যাবেন তখন। যেমন ধরুন স্কুলের রি-ইউনিয়নে গিয়ে হঠাৎ এক সহপাঠীকে দেখে কিছুতেই নাম মনে করতে পারছেননা। খানিকক্ষণ ভেবে টেবে পারলেননা, অন্যদের সাথে কথায় ব্যস্ত হয়ে গেলেন, তারপরই হঠাৎ মনে পড়লো, "সাব্বির!" তখন একটা ধাক্কা লাগেনা "আরে! কিভাবে ভুলে গিয়েছিলাম!" ভেবে? এটাই আহা এক্সপেরিয়েন্স।
তো ডেইলী লাইফের ন্যাচারাল আহা এক্সপেরিয়েন্সের সুযোগ তো আর আমাদের প্রতিদিন আসেনা, তাই প্রতিদিন আহা! অনুভূতির জন্য মোগি যে খেলাটা প্রস্তাব করলেন, তা আমরা প্রায়ই করে থাকি। দুটো একইরকম ছবি পাশাপাশি রেখে তাদের মধ্যকার ৫টি বা ৭টি ফারাক খুঁজে বের করা।
এগুলো একেকটি খুঁজে পাবার মুহূর্তে আপনি যে আনন্দ অনুভব করেন, সেটাকেই মোগি সাহেব "আহা!" নামে ব্র্যান্ডিং করেছেন। কি করবেন, পুঁজিবাদের যুগ বলে কথা, ব্র্যান্ডিং, ট্যাগিং চলবেই।
তবে মোগি কেন-ইচোরো আহা! অনুভূতির জন্য কাছাকাছি রকমের আরো চমৎকার একটা খেলা বের করেছেন। নীচের ইউটিউব ভিডিওটা দেখলে খেলাটা বোঝা সহজ হবে। কয়েক সেকেন্ডের এই ভিডিওকে আপাতঃ দৃষ্টিতে থেমে আছে মনে হলেও তার নির্দিষ্ট কিছু অংশে পরিবর্তন ঘটছে।
আপনাকে বের করতে হবে কোন জায়গাটায় পরিবর্তন ঘটেছে। এসব ভিডিওর নাম দেয়া হয়েছে "আহা!মূভি"। যেমন নীচের ভিডিওটাতে নিশ্চয়ই খুব সহজেই বুঝতে পারছেন যে কোথায় পরিবর্তন হচ্ছে।
সবচেয়ে সহজ আহামূভি:
কি? বুঝতে পারলেন তো, ইউএফওটা কোনদিক দিয়ে গেল?
তবে সত্যিকারের আহামূভি বা স্ট্রীমগুলো এত সহজ নয়, কারণ আমাদের মানুষদের অবজার্ভেশন পাওয়ার খুব ভালো, এত সামান্য জিনিসে "আহা!" অনুভব করার কোন কারণ নেই।
নিচের গুলো অবশ্য চেষ্টা করে দেখতে পারেন।
উত্তর খোঁজার জন্য তড়িঘড়ি না করে নিজের পেসে দেখতে থাকুন, একবার না হলে বারবার দেখুন।
একবার না পারিলে দেখো শতবার। (এই প্রথম "দেখো" ক্রিয়াপদটা পারফেক্টলী ব্যবহার করতে পারলাম মনে হয়)
একটা এ্যানিমেটেড আহা!মূভি
আরেকটা দেখুন, বেশ ইন্টারেস্টিং
তৃতীয় এটা নিয়েও নেড়েচেড়ে উল্টেপাল্টে দেখুন
আর বেশী দেয়ার দরকার নেই, মজা পেলে এগুলোর লেজ ধরে ইউটিউব পেজে গিয়ে আপনিই এখন আবিস্কার করতে পারবেন আহা!মূভির খনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।