আজ বেলা সোয়া ৩ টা থেকে বিকাল ৫ টার মধ্যে যেকোন সময় দেখা যাবে বলয় গ্রাস সূর্যগ্রহন। ফলে অণ্ধকার চাকতির আকার ধারন করবে উজ্জল সূর্য। তবে দূর্লভ এ মহাজাগিতক দৃশ্য বাংলাদেশ থেকে দেখা না গেলেও এখানকার মানুষ পুরোপুরি বন্চিত হবে না৷ আকাশ পরিস্কার থাকলে দেশের বিভিন্ন এলাকায় আংশিক সূর্যগ্রহন দেখা যাবে।
সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে ফেলার চঁাদ ঘটনাকে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ বলে। তখন গ্রাস অন্চল অন্ধকার হয়ে পড়ে৷ আর সূর্যের কিছু অংশ অন্ধকার হলে তাকে বলে অংশিক গ্রহণ৷ এ সময় গ্রাস অন্চল পুরোপুরি অন্ধকার হয় না
সতর্কতা: খালি চোখে অনুগ্রহ করে কেউ সূর্যগ্রহন দেখার চেষ্টা করবেননা। এতে করে ভবিষ্যতে চোখ নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।
নষ্ট ফিল্মের নেগেটিভ ২-৩ ভাঁজ করে সূর্যগ্রহন দেখতে পারেন। অথবা একটা গামলায় পানি নিয়ে ছাদে রেখে ঐ পানিতে সূর্যগ্রহনের প্রতিবিম্ব দেখতে পারেন। এছাড়া সানগ্লাস অথবা অন্য কিছু দিয়েই সূর্যগ্রহন দেখার চেষ্টা করবেননা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।