আমার প্রথম দিকের লেখায় ইনি বেশ কমেন্ট করতেন। ভাল্লাগতো।
মাঝে অনেকদিন লিখিনি, এমনকি ব্লগ দেখতামওনা।
দীর্ঘ বিরতীর পর একদিন নিজের ব্লগে ঢুকে দেখি ইনি কমেন্ট করে গেছেন,
কই হারাইলেন, লিখছেন না কেন।
আমার খুব ভালো লাগলো, সত্যি বলছি।
একজনতো অন্তত আমার খোঁজ রেখেছে।
আবার লেখা শুরু করলাম। লেখা শুরু করে শেষ করার আগেই ডিলিট করা, পোস্ট করেও ডিলিট করা, এমনে চলতে চলতে আমার রান এখন ৩০ এর ঘরে, একেবারে কম না।
কিন্তু আমার এই সুহৃদকে আর দেখিনা।
তাঁর ব্লগে ঢুকে দেখলাম ব্লগ থেকে মুক্তি পাওয়ার দাওয়াই চেয়ে পোস্ট দিয়েছেন এবং সেটা ছাড়া আগের সব পোস্ট মুছে দিয়েছেন।
আমিও একই কথা লিখে আসলাম, কই হারাইলেন, লিখছেন না কেন।
কিন্তু তাঁর কোন খবর নেই।
ব্লগের কেউ যদি বাস্তব জগতে তাঁর সাথে পরিচিত হয়ে থাকেন, আমার ভাললাগাটুকু এবং তাঁকে ফিরে আসার আহ্বানটুকু আমার পক্ষ থেকে জানিয়ে দেবেন দয়া করে।
নিক : শয়তান
লিংক: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।