আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা যায়না বলা...



এহম.... এহম...... ......................................................................... .......................................................................... .......................................................................... ............................................................................ ........................................................................... .............................................................................. ইয়ে,আমি যা বলতে চাই তা বলাটা খুব সহজ ব্যাপার নয়। বলবার জন্য বলতে হয় বলেই যে বলছি তা নয়, কিন্তু কথাটা বলাটাই আসল কথা নয়,কেমন করে বলা হল এটাও দেখার বিষয়। একটা কথা বলে দিয়েই আমরা দায়িত্বহীনের মত চুপ করে যেতে পারিনা। কারণ এই বলাবলির থেকেই যত দলাদলির সৃষ্টি হয়। কাজেই সে কথাটা বুঝিয়ে বলা আমাদের দায়িত্ব।

যা বলছিলাম, সুন্দর করে কথা বলতে পারাটাও একটা আর্ট। কিন্তু কিছু বলবার আগে কি আমরা ভেবে দেখি যে কি বলছি ? আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তা বলবার আগে ভেবে নেয়াটা জরুরী বলেই কথাটা বলা হচ্ছেনা। আপনারাই বলেন আমি ঠিক বললাম কিনা ? যাহোক, সেই কথাটা বলবার আগে আমি বলে নিতে চাই যে, যা কিছু আমি বলব , আমার দেশ ও দেশের জনগনের স্বার্থে বলব । জনগনের উন্নতির স্বার্থে বলব। আপনারা আমাকে এখানে কিছু বলবার সুযোগ দিয়েছেন বলেই বলছি , ফালতু কথা বলবার মানুষ আমি না ।

আমার সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন , কিন্তু এত কিছু বলেও তারা আমার আওয়াজকে দমিয়ে রাখতে পারবেননা । আমি আমার কথা বলবই । আর যারা আমার বক্তব্য শুনছেন , তাদের যে কি বলে ধন্যবাদ দেব জানিনা । তবে একটা কথাই বলতে চাই যে , বলি বলি করেও অনেক সময় অনেক কথা আমাদের বলা হয়না । দুঃখের কথা কি আর বলব , বলবার জন্য যোগ্য মানুষেরও আমাদের দেশে খুবই অভাব ।

তবে তাই বলে তো আর দেশের প্রতি আমার দায়িত্ব ভুলে গিয়ে চুপ করে বসে থাকলে চলবেনা । আজকে আমাকে সেই কথাটা বলতেই হবে যা আমি অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম কিন্তু জানিনা কি এক বিশেষ কারনে তা আমাকে বলতে দেয়া হচ্ছেনা । সম্ভবত এটাও প্রতিপক্ষের ষড়যন্ত্র । কারণ তারা জানে যে সত্যের পক্ষে যখনই আমি কথা বলব, তাদের সকলের মুখ বন্ধ হয়ে যাবে। তাই আমাকে থামানোর জন্য যা কিছু তারা আমার নামে বলে, সকলের সামনে সেসব বলা যায়না ।

যাহোক, আমি ভয় পাইনা । আজকে দেশবাসীর উদ্দেশ্যে আমি শুধু এইটুকুই বলতে চাই যে, কথা বলা আমাদের গনতান্ত্রিক অধিকার । আমাদেরকে কথা বলবার স্বাধীনতা দিতে হবে এই আমার দাবী । কারও ভয়ে থেমে না থেকে আমরা যেন নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারি । তাই আজ আমার সাথে আপনারাও বলুন.................. একি ! সবাই কোথায় গেল ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।