আমাদের কথা খুঁজে নিন

   

৩ ঘন্টা দম বন্ধ আছিল, সব দুষ নুটিশ ভায়ের

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

খালি দুপুর থেকে হাত পাও, গাও গতর চুলকাইতেছে। পুরা নেশা খোরের মত। কি একখান পুষ্টান দিলো সামোয়ারের নুটিশভাই। দুপুরে খেয়াল করলাম নুটিশ ভাই বলগে ঢুকছেন।

নিশ্চই কিছু পুষ্টাইবেন। কইলো কিছুক্ষনের জন্য সব হরতাল। তাও নাকি মাত্র দেড় ঘন্টা। এইটা একটা কথা হইলো? কি জানি আপডেট দিবো। আবার কয় সার্ভার।

কি কয় না কয় কিছুই বুঝিনা। আরে এইটা আবার কি? দুর.......। তাও মানলাম যাক, কষ্ট কইরা না হয় থাকলাম এই দেড় ঘন্টা। ঘড়ি ধইরা বইয়া ছিলাম দেখি কখন বন্ধ হয়। আরে ঘড়ি চলে ঘড়ির গতিতে মাগার সামোয়ার তো বন্ধ হয় না।

অবশেষে বিশ মিনিট দেরীতে বন্ধ হইলো। বুঝলাম সামোয়ার ভাইও বাংলা টাইমে চলে। শুরু হইলো আমার ছটফটানি। আরে দিনে রাইতে খাওয়া ঘুম আর রাস্তায় চলাফিরা বাদে পুরাটা সময়ই তো এই সামোয়ারে দেই। রক্তের মধ্যে ঢুইকা গেছে।

বলগাইতে না পারলে গাও কুটুর কুটুর করে। চোক্ষে রক্ত জইমা যায়। মাথা আউলাইয়া যায়। কিচ্ছু ভালা লাগে না। খালি খাউজাতে মন চায়।

ধৈর্য্যের বাঁধ ভাইঙ্গা যায় তাও আপডেটের বাঁধ ভাঙ্গে না। বইসা থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরল। তারবাদে অনেক পরে আবারো নুটিশ ভাই আরেকটা পুষ্টাইলেন। রিপোর্ট দিলেন ডেডিকেটেড সার্ভার নাকি আপডেট হইসে। যাক অবশেষে বাঁধ ভাঙ্গলো।

আবার বলগাইতে থাকলাম। আমার গাও হাত পাও এর চুলকানী বন্ধ হইলো। আরে........ আমি তো কই, রক্তে যাদের বলগ মিইশা আছে তাদের এমনে শাস্তি দেওয়ার মানেটা কি? রাজনীতিক ভাইদের যেরকম একটু উঁচা জায়গা আর মাউথপিস দেখলেই তার উপরে খাড়াইয়া ভাষন দিতে মন চায় ঠিক তেমনি আমারও ইন্টারনেট ওয়ালা পিসি দেখলেই বলগাইতে মন চায়। সেই কবে থিকা বলগাইতেছি। কীবুডের ছাল বাখলা আর নাই।

আইজকা ১১০১ দিন পার করলাম এই বলগে। হাপসাইয়া গেছি। তাও আমার বাঁধ ভাঙ্গে না। নুটিশ ভাই, আর বন্ধ রাইখেন না। খালি এতুটুকু কই, খুব কষ্টে আছিলাম।

খালি বিষ খাওয়া তেলাপুকার মত ফাল পাড়তাছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।