জীবনে প্রথম নির্বাচিত হয়েছেন, এমন অনেক সাংসদই নাকি এসেছেন সিএনজি/অটোরিক্সা চড়ে। টিভি ক্যামেরায় হাস্যোজ্জ্বাল মুখে তারা জানালেন, জনগন, যাদের ভোটে তারা নির্বাচিত, তারা তো সবাই গাড়িতে চড়েনা তাই তাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গাড়িতে চড়ার কথা ভাবেননি।
বি:দ্র: এমনটি অব্যাহত থাকলে তো ভালই।
রাষ্ট্রপতির ওয়াদা ভঙ্গের অভিযোগে তার ভাষণ যাতে শুনতে না হয়, তাই বিএনপি ও তার মিত্ররা ওয়াকআউট করেছেন প্রথম দিনেই। রাষ্ট্রপতি নব্বুই দিনের মধ্যে নির্বাচন না দিয়ে জাতির প্রতি বেঈমানী করেছেন বলে দাবী বিএনপির।
৯বম সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার দুজনই আওয়ামী লীগের। বিএনপি বা বিরোধী দলকে কোনোটিনা দেয়ায় বিএনপির ক্ষোভ: আওয়ামীলীগ আবারো প্রমান করলো তারা যে কথা দেয়, সেটি রাখেনা।
বি:দ্র: সম্ভবত: গতকালও, ডেপুটি স্পীকার পদ বিএনপিকে অফার করা হবে এমন খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাচ্ছিল্য করে সাকা বলেছিলেন তার বাবার আমলে তৎকালীন পূর্ব পাকিস্তানী গণপরিষদে বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার বানানো হয়। এটি হয় আইয়ুবের স্বৈর শাসনের সময়। আর এই সরকার গণতান্ত্রিক হয়ে এটুকু করবে তা নিয়ে এতো উচ্চবাচ্য করার কি-আছে? আজ সা:কা আবার এর জন্যে দু:খ প্রকাশ করে উক্ত উক্তি করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।