২২ শে জানুয়ারি সকালবেলা মহাখালী রেলক্রসিং বাস এক্সিডেন্টে মারা যান একটেল সাপোর্ট স্টাফ হাসান। ওইদিন এই মিলটন ভাই এই নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন। এই খানে
লোকটার নাম ছিল হাসান। সে একটেল সাপোর্ট স্টাফ ছিলেন । যা আতিক একটেল ভাই এর মাধ্যমে ব্লগে জেনেছিলাম ।
ইউনিভার্সিটি যাওয়ার সময় ওইদিন এক্সিডেন্টের কারনে প্রচন্ড জ্যাম ছিল। যাওয়ার সময় শুনেছিলাম ঘাতক বাসটি ৬ নম্বর লোকাল বাস ছিল।
আজ ৬ নম্বর বাসে উঠতেই মনে পড়ল এক্সিডেন্টের কথা । তারপর বাসের হেলপারকে জিজ্ঞাসা করলাম এক্সিডেন্টের কথা। সে বলল গতকালকে বাসটিকে ছাড়ানো হয়েছে থানা থেকে ।
বাস মালিক পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা ক্ষতি পূরন। আর ব্যাপারটি রফা দফা করার জন্য পুলিশকে দিতে হয়েছে ৫০ হাজার টাকা ঘুষ । এই হল একটি মানুষের জীবনের পরিসমাপ্তি।
আজ থেকে হয়ত বাসটি আবার রাস্তায় চলবে। আবার এক্সিডেন্টে হবে।
আবার পুলিশের পকেটে যাবে ৫০ হাজার টাকা। এই ভাবে চলতে থাকবে । একটি দুর্ঘটনা মানে পুলিশের পকেট ভারি হওয়া ছাড়া আর কিছু নয়। সেই দুর্ভাগার পরিবারের দেড় লক্ষ টাকায় আর কিছুই জুটল না।
রাস্তায় চলাফেরা সময় আমাদের সচেতন হওয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।