আমাদের কথা খুঁজে নিন

   

কি বলা হয়েছে কেউ কি বুঝেছেন? নাকি আমি ভুল বুঝেছি!

সুন্দর সমর

এবার বাংলায় ই-মেইল ভারতে কম্পিউটারে বাংলায় লেখা যায়। তারপর তা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) করে ই-মেইল পাঠানোও যায়। কিন্তু ভারতে সরাসরি বাংলা ভাষায় ই-মেইল লেখা যায় না। এবার সেই কাজটিই সাধন করতে যাচ্ছে কলকাতা ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ। গত বুধবার সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি অধ্যাপক দ্বিজেশ দত্ত জানিয়ে দেন, অচিরেই সরাসরি বাংলায় ই-মেইল করার যাবতীয় ব্যবস্থা নিয়েছেন তাঁরা।

এ নিয়ে তাঁরা গবেষণা করে সফলতাও পেয়েছেন। দ্বিজেন দত্ত আরও বলেন, এখনো পশ্চিমবঙ্গের বহু গ্রামের মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারে না শুধু ইংরেজি ভাষার কারণে। অথচ বাংলা ভাষায় ই-মেইল করার সুযোগ থাকলে পশ্চিমবঙ্গে কম্পিউটারের ব্যবহার আরও কয়েক গুণ বেড়ে যেত। তাই এ দিকটা ভেবেই তাঁরা বাংলা ভাষায় সরাসরি ই-মেইল পাঠানোর উদ্যোগ নিয়েছেন। −অমর সাহা, কলকাতা উপরের খবরটি আজকের প্রথম আলোর কমপিউটার প্রতিদিন বিভাগে ছাপা হয়েছে।

এটা পড়ে মনে হল আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমার জানা মনে অভ্র ব্যবহার করে সরাসরি ই-মেইল লেখা যায়। ভারতে যে কি বোর্ড ব্যবহার হয়, অভ্রের ডাউনলোড সেকশনে সে রকম কি বোর্ড দেয়া আছে। তা হলে অসুবিধা কোথায়? নাকি ভারতবাসীরা বাংলাদেশের অভ্র সর্ম্পকে তেমন কোনো খবর রাখেন না, তাও বা কেমন হয়? অথবা খবরটি পড়ে আমি কিছু বুঝতেই পারিনি! সাহায্য করুন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।