বুশ চলে যাওয়ার সাথে সাথেই ওবামা প্রসাশন হোয়াইট হাউজে অধিষ্টিত হয়েছে। তরা তদের ভবিষ্যৎ কর্মপণ্থা মোটামুটি সেট করেছেন। আমরা দেখেছি বুশ প্রসাশন কিভাবে "war against terror" ব্যবহার করে ইরাক আর আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করেছে। যার কারনে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ তীব্র জনমত গড়ে উঠেছে। ওবামা এটাকে তাই পরিবর্তন করে নতুন পররাষ্ট্র নীতি প্রনয়ন করতে যাচ্ছে সেটা হল smart power।
মার্কন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন smart power সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন: "It means using all the levers of influence - diplomatic, economic, military, legal, political and cultural - to get what you want."
যেমন এই নীতি ব্যবহার করে বাংলাদেশের আমেরিকা যা চাইতে পারে-
১। গভীর সমুদ্র বন্দর
২। বহুজাতীক প্রতিরক্ষা সংস্হা
৩। মডারেট সনতান্ত্রিক ইসলামের ধজ্ব্যাধারী ইসলামি দলের উপস্হিতি (তাই মনে হয় না যুদধাপরাধীদের বিচার হবে)
৪। আরো বেশি প্রাইভেটাইজেশন
৫।
জ্বালানি ক্ষেত্র গুলোর উপর আরো বেশি ইঙ্গ মার্কন নিয়ন্ত্রন
৬। কৃষি সহ আন্যান্য যকোনো দেশীয় শিল্পখাতে ভর্তুকি কমানো, সম্ভব হলে একেবারেই না দেওয়া।
। বিশ্ব ব্যাংক, আই.এম.এফ, এই ধরনের প্রতিষ্ঠান গুলোর উপর আরো বেশি নির্ভরশীলতা
বি:দ্র: আমার চিন্তা গুলো ভুল হলেই আমি খুশি হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।