আমাদের কথা খুঁজে নিন

   

`ভোট দিয়া আর কি হইবে...'



`ভোট দিয়া আর কি হইবে...' `ভাই ছবি তোলা কার্ড হারে ফেলাইছং, পুলিশে যদি ধরে এই জইন্যে ভোট দিবার যাং নাই। ' কুড়িগ্রাম সদরের ভেলাকোপা ধরলা বাঁধের বাসিন্ধা খোদেজা বেগম (২৩) কে ভোট দিয়েছেন কিনা এই প্রশ্নের জবাবে একথা বলে। ধরলার চর কদমতলা এলাকার মধ্যবয়স্ক ছকদ্দি মামুদ, রহিমুল্ল্যা মিয়া অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, মেম্বর চেয়ারম্যানক ভোট দিছিলং কারো দেকাও পাই নাই। ফির চেয়ারম্যানি ভোট আসিল ভোট দিয়া আর কি হইবে। কাইয়ো কি ছাপড়া (টিনের ঘর) তুলি দিবে! সরেজমিন কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ি, রাজারহাট, সদর ও উলিপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা গেছে, প্রচন্ড শৈত্য প্রবাহ ও কনকনে শীত উপেক্ষা করে অনেকেই এসেছেন ভোট দিতে।

কিন্তু উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম। সকাল সাড়ে ৯টার দিকে ভোগডাঙ্গা যুগীপাড়া প্রাথমিক কেন্দ্রে দেখা গেছে লোকজনের বেশ ভীড়। এ সময় বৃদ্ধ শওকত আলী (৭৮) লাঠি হাতে লাইনে দাঁড়িয়ে। তিনে জানান, `সেই যুবক বয়স থাকি ভোট দেই। ভোট আইসবে আর ভোট দিবার নই তাকে কি হয়।

ভোট দেওয়া নিজের দায়িত্ব। ' ঘন কুয়াশার কারণে আলোর স্বল্পতার ফলে অন্ধাকারাচ্ছন্ন অবস্থার জন্য কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহন বিলম্ব হয়। আলোর স্বল্পতার কারণে ভোটদানের গোপন কেন্দ্রে ভোটাররা ভোট প্রদানে বিরম্বনার শিকার হয়। নাগেশ্বরী ডিএম একাডেমী, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি জসিমিয়া উচ্চ বিদ্যালয়, উলিপুর দুর্গাপূর উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ প্রায় ২০টি কেন্দ্র ঘুরে জানা গেছে সকাল থেকে লোকজনের ভীড় তেমন ছিলই না। দুপুর ১২টার দিকে জানা যায় আরাজী ভোগডাঙ্গা স. প্রাথমিক বিদ্যালয় ২৫৭০ ভোটের মধ্যে ৬৩৮টি ভোট প্রদান করা হয়েছে।

যাত্রাপুর আদর্শ মহাবিদ্যালয়,ব্যাপারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাঁচগাছী হাই স্কুল, চাকেন্দা খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোটার সংখ্যা ছিল গড়ে ৪০%। যাত্রাপুর কাতলা মারী গ্রামের কৃষক কুদ্দুস আলী (৪৫), আবুল মিয়া (৫৫) ও পরিবারের অন্য সদস্যসহ ঠান্ডা থেকে বাঁচতে শুকনো খর-কচুরি পানা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছিল। ভোট দিতে গিয়েছেন কিনা জানতে চাইলে জানান, জ্বারেতে (ঠান্ডায়) তো বাঁচি না ফির ভোট! দুপুরের পর থেকে ভোট কেন্দ্রে ছিল ভোটারদের সরব উপস্থিতি। তবে পুরুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। ঘোগাদহ কেন্দ্রে চেয়ারম্যন প্রার্থী চৌধুরী সফিকুল ইসলাম, পাঁচগাছী হাই স্কুল কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম শাহী, রিভার ভিউ হাই স্কুল কেন্দ্রে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ বেশ কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমরসহ ১৬টি নদনদীর ২শতাধিকক চরাঞ্চলের হাজার হাজার পুরুষ মানুষ কাজের উদ্দেশ্যে কুড়িগ্রামের বাইরে অবস্থান করছে।

ফলে এই নির্বাচনে পুরুষের উপস্থিতি একদম কম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।