আমাদের কথা খুঁজে নিন

   

আর দেরী নয়, চলে আসুন আন্দোলনস্থলে।

হ্যাঁ, আপনাকে বলছি, যে এখনও ঘরে বসে আছেন। দয়া করে আপনার পাশের সমাবেশ স্থলে গিয়ে একবার একাত্বতা প্রকাশ করে আসুন। লাখো জনতা নেমেছে মাঠে, আপনার কি ঘরে বসে থাকা মানায়?? দেখুন না, যাদের আমরা হীনবলা সেই নারীরাও আজ মাঠে, শুধু মাঠে নয় বজ্র কন্ঠে শ্লোগান মুখর আমাদের বোনরা, এক একটা যেন অগ্নিকন্যা। আমাদের বৃদ্ধরা যাদের আমরা দুর্বল অকেজো ভাবি তারাও বসে নেই ঘরে। রাজপথে তারাও আজ শ্লোগান মুখর।

ছোট্ট শিশুটিকে জিজ্ঞেস করুন সেও অবলিলায় বলে ফেলে মিছিলে যাবো। তবে আপনি কেন এখনও ঘরে বসে?? যান, ঘর থেকে একবার বের হয়ে পাশের সমাবেশস্থলে গিয়ে একাত্বতা প্রকাশ করে আসুন। হতে পারে আপনার শ্লোগান দেওয়ার শক্তি বা অভ্যাস নাই। তাতে কি?? নীরবে দাঁড়িয়ে থাকেন । ঠিক আপনার পাশে দাঁড়িয়ে যে তরুণটি বজ্রকন্ঠে শ্লোগান দিচ্ছে সে উৎসাহিত হবে, হয়তো একসময় আপনার মুখ দিয়েও বের হয়ে যাবে "জয় বাংলা " "পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ।

", "ক - তে কাদের মোল্লা, তুই রাজাকার , তুই রাজাকার " এই রকম আরও কত শ্লোগান । যাবেন হয়তো ৩০ মিনিটের জন্য, চ্যালেঞ্জ করে বলছি ৩ ঘণ্টায়ও আপনার আসতে ইচ্ছে হবেনা। কাল আমারও এমন হয়েছিলো। গুরত্তপূর্ণ কাজ থাকায় চলে যাওয়ার তাড়া ছিলো। সমাবেশস্থল ছেড়ে যেতে ইচ্ছে করছিলো না।

যাওয়ার জন্য একবার উঠে দাঁড়ায়, তারই কিছুক্ষন পর আবার বসে পড়ি। জনতার জাগরনের শক্তি এই এমন এক শক্তি। আপনি যদি ৭১ এর চেতনায় বিশ্বাস করেন, সমাবেশে থাকলে বুঝবেন এই চেতনার কি অপরিমেয় শক্তি। কাজেই, আর দেরী নয়, চলে আসুন আন্দোলনস্থলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।