আমাদের কথা খুঁজে নিন

   

এই পোষ্টের কোন প্রকার উদ্দেশ্য নাই, বিধেয় ও নাই ... কিছুই নাই ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

গতকাল ব্লগের উপ্রে ভাইসা আছিলাম, ভাইসা আছিলাম মানে হইল, লগ ইন করি নাই, খালি উপর থেইকা দেইখা দেইখা গেসি। রাত ৩টার সময় একবার লগ ইন করছিলাম। একটা জিনিষ খেয়াল করছি, বিভিন্ন অফিসে যেমন ২ শিফটে ডিঊটি থাকে, এই সামু তেও থাকে। যেমন আমি ডে শিফট এর ব্লগার, রাতের শিফটের ব্লগার দের সাথে আমার খুব একটা জানাশোনা নাই। এজন্যে রাতে কখনও ঢুকলে কেমন জানি অপরিচিত লাগে।

প্রবাসী রা রাতে থাকেন, সংখ্যায় মোটেই কম না, কাল রাত ১০টার দিকেও মনে হয় ১০০জন এর মত ব্লগার পাইসিলাম, তার আগের দিন ১২ টার পরেও ১০০জনের উপ্রে পাইসিলাম। কত সারি সারি নাম, ভালোই লাগে দেখতে। ১১৯ জনের বেশী লগিন করা একসাথে দেখি নাই মনে হয়। খুব বেশীদিন মনে হয় লাগবে না ২০০জন লগিন করা দেখতে। আগেই কইসি, এই পোষ্ট এর কোন উদ্দেশ্য নাই, সুতরাং কেউ দয়া কইরা এইখানে অন্য কিছু খোজার চেষ্টা করিবেন না, যদি কিছু খুইজা পান তাহলে দায়দায়িত্ব যিনি খুইজা পাইলেন তার।

লেখককে কোন প্রকারেই দায়ী করা যাইবে না ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।