যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
শেখ হাসিনা এবং খালেদা জিয়া অনন্তকাল বাঁচিয়া থাকিবেন তাহাদের কর্মে। মানুষ তাদের কখনই ভুলবে না। ভুলতে পারে না। তবে তাহাদের নশ্বর দেহ বেশীদিন থাকিবে না। দশ বছর/বিশ বছর! এর বেশী গেলে বিশাল ভাগ্য বা আমাদের দুর্ভাগ্য যাই বলেন না কেন। তবে অবধারিতভাবে দুই দলের পরবর্তী কর্ণধর জয় ও তারেক। তারেক তো রাজনীতিতে ঢুকে, আগা-মাথা খেয়ে বসে আছে। জয়ও রাজনীতিতে প্রবেশ করার আগ্রহ দেখিয়েছেন।
প্রশ্ন হইলো আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পূর্বের কোন প্রধানমন্ত্রীর পুত্রকে দেখতে চান? হা হইলে হা - আর না হইলে না লিখুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।