আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে বিজ্ঞাপন। প্রথমআলো নাকি ইত্তেফাকে?

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

ব্যবসার প্রসারের জন্য বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা তো আর কাউকে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রচারেই প্রসার। বিশেষ করে আমরা যারা অনলাইনে কিছু ব্যবসার চেষ্টা করি তাদেরতো অনলাইনে বিজ্ঞাপন ছাড়া উপায় নেই। অনলাইনে বিজ্ঞাপনে যে জিনিসটি খেয়াল করতে হয় তা হলো কোন সাইটে ভিজিটর বেশি এবং ভিজিটর কারা? আমার টার্গেট কাস্টোমার সেই সাইট ভিজিট করে কি না? সব কিছু বিচার করে দেখলাম প্রথম আলো ১ নং। তার ভিজিটর অনেক।

রেট একটু(প্রায় ডাবল)বেশি। প্রথম কিছুদিন ইত্তেফাকে দিলেও টাকার সমস্যায় প্রথমআলোতে এড দিতাম না। এক মাসে খুব সাহস করে ফেল্লাম। দিয়ে ফেল্লাম এড। পরের দিন রেকর্ড চেক করে আমি অবাক।

ইত্তেফাকের চেয়েও কম ভিজিটর। তার পরের দিনও তাই । পুরো মাস শেষে যে রেকর্ড পেলাম তা আমাকে রীতিমত হতাশ করলো। প্রথমআলো এবং ইত্তেফাক থেকে প্রায় একই হারে ভিজিটর পাই। তাহলে কোন দু:খে বেশি টাকা খরচ করে প্রথমআলোতে এড দিবো? (হয়তো আগামিতে আবার দিতে হবে, কারন তাদের কিছু ভিজিটর থাকতে পারে যারা ইত্তেফাকের ওয়েব সাইট ভিজিট নাও করেত পারে ) এবারে ইত্তেফাকে দেয়া বিজ্ঞাপন (খুব তাড়াহুড়ো করে করা )।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।