আমাদের কথা খুঁজে নিন

   

বেদ - পুরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সাঃ) - ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায় প্রণীত-১

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
ভূমিকাঃ ঐতিহাসিক বিষয়ে গবেষণা করার প্রতি দুর্নিবার আকাংখা ও অভিলাষ নিজের অন্তরে সর্বদাই পোষণ করি । বেদ, বাইবেল, শিখ এবং বৈাদ্ধ-গ্রন্হে যে অন্তিম ঋষির আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তাহাতে মোহাম্মদ সাহেবের কথাই প্রমাণ হয় । অতঃপর আমার অন্তরে এই প্রেরণা জাগ্রত হয় যে, এই সত্য মতবাদ প্রকাশ করা একান্তভাবেই আবশ্যক । যদিও উহা কোন কোন মানুষের নিকট অপ্রিয় লাগে । মোহম্মদ সাহেবের পূর্ব যুগে ভারত তথা আরব-বাসীগণের একই ধর্ম ছিল ।

ইহার বহু প্রমাণ বিদ্যমান । কিন্তু উহা উদ্ধৃত করার উপযুক্ত স্হান ইহা নহে । আমি ধর্মীয় সংকীর্ণতার পক্ষপাতিত্ব করিতে পারি না । আমি হিন্দু ধর্মগ্রন্হ সহ বিভিন্ন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করিয়া যে শাস্ত্রীয় নির্দেশ প্রাপ্ত হইয়াছি তাহাতে আমি একান্তভাবে বিশ্বাস করি কল্কি মতবাদই পৃথিবীর শেষ মতবাদ । এই মতবাদ মৌলিক বলিয়া ইহাই সুষ্পষ্ট প্রকৃত মৌলবাদ ।

তাই আমি বিশ্ববাসীকে এই মতবাদ গ্রহনের জন্য সর্বান্তকরণেঃ আহ্বান জানাইতেছি । আমি আশা করি আমার প্রণীত গ্রন্হ গবেষণা হইয়া বিশ্ববাসীর সামনে শ্বাশত সত্য প্রকাশিত হইবে । ইদানিং ইহার সুষ্পষ্ট আলামত প্রকাশ পাইতেছে । যাহা বিশ্ববাসী প্রত্যক্ষ করিতেছেন । বেদসমূহ দ্বাদশ পত্নীদ্বারী এক উষ্ট্রারোহ ব্যাক্তির আগমণের কথা ভবিদ্বাণী করা হইয়াছে, যাহার নাম নরাশংস হইবে ।

সায়ন নরাশংস এর অর্থ বলিয়াছেন, যিনি মানব কর্তৃক প্রশংসিত হন । কিন্তু আমার বিশ্লেষেণ অনুসারে আমি সারনের সহিত একমত নই । কারণ আমার মতে নরাশংস এমন শব্দ নরস অর্থাৎ ব্যক্তিকে সূচিত করে যাহার নামের অর্থ হইবে 'প্রশংসিত' । একমাত্র মোহাম্মদ আরবী শব্দের অর্থ 'প্রশংসিত' । অতএব মোহাম্মদ এবং নারশংস একার্থবোধক শব্দ ।

আলোচ্য গ্রন্হে আমি সেই সত্যই উদঘাটন করাস যথাসাধ্য চেষ্টাই করিয়াছি । (বইটি আমার কাছে খুব মূল্যবান মনে হওয়ায় এবং সব সময় সাথে রাখার জন্য ব্লগে লিখে রাখলাম , আশা করি মডারেটরগণ এটা আবার মূছে দিবেন না ) আরও জানতে দেখুন.....বেদ - পুরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সাঃ) - ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায়, ইসলামী সাহিত্য প্রকাশনালয়, ৪৫, বাংলাবাজার, ঢাকা-১১০০.
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।