আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের সাক্ষি হয়ার সুযোগ জীবন এ খুব কম ই আসে

যাচ্ছি শাহবাগের অগ্নিচত্বর এ। অনেকে বলতেছেন বাসা থেকে বের হতে দিবে না। আমরা তো বন্ধু বান্ধব এর সাথে বাসায় না বলে কত যায়গায় যাই। প্রেমিক প্রেমিকার সাথে কত কিছু করছি, এক বার না হয় শাহবাগ এর আন্দোলনে আসুন। রক্ত গরম হবেই।

ইতিহাসের সাক্ষি হয়ার সুযোগ জীবন এ খুব কম ই আসে । । প্রতিটি স্লোগান আপনার বুকে কাপন ধরাবেই। রক্তে শিহরন হবে। ৭১ এর শহীদ এর আত্তা আজ ও শান্তি পাচ্ছে না, আজ ও বাংলার মাটিতে রাজাকারের বসত।

। চলে আসুন শাহবাগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।