আমাদের কথা খুঁজে নিন

   

আরব কাঁটা ইসরায়েল - মোহাম্মদ আলী বোখারী

অতীতকে ভুলে যেয়ো না, অতীতকে নিয়েই বর্তমান

হে ইসরায়েল, তুমি আরব কাঁটা ইসরায়েল তোমার স্থান হবার কথা ছিল উগান্ডায়, অথচ ভেনেজুয়েলার প্রস্তাবে ও যুক্তরাষ্ট্রের সমর্থনে ঠিকই স্থান করে নিয়েছ আরবভূমি প্যালেষ্টাইনে। সেই থেকে তুমি হয়েছ দুরন্ত ও দুর্বার, তোমার শক্তি ও ঐশ্বর্য আজ সীমাহীন। তোমার অর্থের প্রতিপত্তিতে শক্তিধরেরা পরাভূত, বিশ্ব মানবতা আজ জাতিসংঘে সমষ্টিক পর্যুদস্ত। আল-আকসা'র যে শেকড়ের পূণ্যতায় তোমার উত্থান, সে ইসরায়েল তুমি নও, তোমার চোখমুখ দেখলে কেউ বলবে না সীমারও নিষ্ঠুর; কিন্তু শিশুদের করুণ মৃতু বলে তুমি বীভৎস ও যুদ্ধাপরাধী! (আমাদের সময়ে প্রকাশিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।