আমি এর আগে পুরোপুরি একটা পর্বও দেখতে পারি নাই, তো ঐ প্রতিযোগীদের ট্যালেন্ট এর কিছু নমুনা পেলাম কালকের ফাইনালে।
১) জাজদের প্রশ্নের উত্তরে একজন বললো যেহেতু ভেজেটিরিয়ান রা শাকসবজী খায়, সো হিউম্যান্যাটিরিয়ান [মানবতাবাদীরা] রা বুদ্ধি/মগজ খায়!!! আর এরা আমাদের সুপার ষ্টার!!!!!!!!!
২) ক্লাশ এইটের একজন ছাত্র/ছাত্রীও জানে টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট আর ঐ বালের সুপার ষ্টার রা তা জানে না!!!!!!!!! এরা নাকি ট্যালেন্ট!!
৩) অলিভ অয়েল কি দিয়ে তৈরী হয় এটা এদের একজনকে অনেকক্ষন উম-উম, অ্যা অ্যা করার পরে সরিষার তেল যেমন সরিষা থেকে তৈরী হয় সেভাবে বুঝিয়ে দেবার পরে বলতে পারলো!!!
এটা ওদের ওয়েব সাইটের লেখা: Beauty, glamour and talent are once again taking center stage. Thousands of aspiring starlets across the country are lining up to prove themselves as Lux and Channel i begins a new search for the superstar of tomorrow.
[আর ভাই সুপার ষ্টার হওয়ার যোগ্যতা না থাকলেও অনুষ্ঠানের খাতিরে কি বানাতেই হবে?]
শালার চ্যানেল আই আর লাক্স এর খেতা পুরি। এইরকম উত্তরধারী দের সামনে শাইখ সিরাজ, ই হক মিলন আর আলী যাকের রা বসে রইলেন কোন যুক্তিতে? ঐপ্রতিযোগীদের তো কোন ষোষ নেই, তারা তো বড়/নামী/পুরস্কৃত হতে চাইবেই। আপনারা কি বিচার করলেন? ধিক আপনাদের সবাইকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।