আমাদের কথা খুঁজে নিন

   

এই শিশুটির আরতি

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
কেউ আমায় শব্দ দাও, বলার কেউ আমায় জীবন দাও দেবে কি কেউ আমায় স্বর্গীয় গান কেউ কি দেবে আমায় আদরের স্নান। আমি ব্যাথার কোলে রক্তের সাথে দুলছি আমি মরনের ছোবলে মায়ের ছবিটি ভুলছি। কেউ কি নেবে আমায় মায়ের কোলে এই, সকলে, যেও না আমায় ফেলে! ব্যাথার যন্ত্রনায় পারছি না আর, কেউ কি দেবে? একটু পানি, খাবার! কেউ কি কিছু শব্দ দেবে, বাচার কেউ কিছু বাতাস দেবে নিশ্বাস নেবার। কেউ কি ডাক্তারের কাছে নেবে আমায়, অথবা মায়ের কাছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।