আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি কারচুপি নয়...

স্বাগতম থেরাপি পরিবারে

গেল ২৯ শে ডিসেম্বর বাংলাদেশে এক নজিরবিহীন অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ সপ্মন্ন হল। এই গৌরবের ভাগিদার আমরাও ভাবতে মনটা খুশিতে আন্দোলিত হয়, যে আমরাও পারি অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ নিবাচন করতে। কিন্তু কথা হল দেশে আরেকটি নজিরবিহীন ঘটনা হল শতকরা ৮৭.১৬ টি ভোট কাষ্ট হওয়া। তা আবার কোথাও ৯০-৯৫.৪৩ এমন কি ৯৭ শতাংশ ভোট কাস্ট হতে দেখা গেছে। অথচ ভোটের পড়ে বিভিন্ন স্থানে পাওয়া ব্যালট কি এটাই প্রমান করেনা ফলাফলকে প্রভাবিত করা হয়েছে???? গতকাল পাওয়া তথ্য অনুসারে নওঁগা -৬ আসনের একটি কেন্দ্রের (গহেলাপুর উচ্চ বিদ্যালয়) মোট ভোটার সংখ্যা ৩৭৬৮ টি অথচ ভোট পড়েছে মোট ৩৮৪৫টি , অথাৎ ভোট কাষ্ট শতকরা ১০৭ %। যা শুধু বাংলাদেশ নয় বরং বিশ্ব ইতিহাসে প্রথম বলে মনে হয়। এরপরও কি প্রমানিত হয়না যে ফলাফলকে প্রভাবিত করা হয়েছে?????তাহলে কি লাভ হল এত টাকা খরচ করে ছবি সহ ভোটার তালিকা, স্বচ্চ ব্যালট বাক্স বানানোর???? এটা কি এক প্রকার ধোকা নয়........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।