রাজা
ফুলটির নাম - ফানুস বা ঝাড় ফানুস
বৈজ্ঞানিক নাম Kigelia africana এটি Bignoniaceae পরিবারের একটি উদ্ভিদ। অন্যান্য স্থানীয় নামের মধ্যেঃ Sausage tree, Balam khira উল্লেখযোগ্য। অন্য প্রজাতির মধ্যে Crescentia pinnata, Kigelia pinnata।
রক্তবর্ণের এই ফুলগুলি রাত্রে ফোটে। ফলগুলি গাছ থেকে ঝুলতে দেখা যায়। ফুলগুলি ফোটার পর তাড়াতাড়ি ঝড়ে যায়।
এর কিছু ঔষধি গুনও আছে। এটি কৃমিনাশক হিসাবে কাজ করে এবং এর কিছু এক্টিভ উপাদান বিভিন্ন শ্যাম্পু ও ফেসিয়াল ক্রীমে পাওয়া যায়।
- নেট থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।