সব কিছুই বলা হয়ে গেছে
ভাইয়া একটা ফুল নেন, ভাবী একটা ফুল নেন। এরকম চিত্র প্রায়ই আমাদের সামনে আসে। বিশেষ করে যখন কোন সিগনালে পড়ে কিংবা ক্যাম্পাসে বসে বন্ধুরা আড্ডা দেয় তখন এরকম চিত্রের পূনরাবৃত্তি ঘটে। যারা গাড়ির মধ্যে গ্লাসাবৃত থাকেন তারা ওদের কথা না শুনেই চলে যান। কেউ কেউ আবার তাড়িয়ে দেন।
মুখ ফিরিয়ে নেন ওদের থেকে। কিন্তু কি আর করার... এটাই ওদের বাঁচার একমাত্র অবলম্বন।
ওদেরও একটা জীবন আছে। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। তাই বাঁচতে হলে খাদ্যের প্রয়োজন।
পেটের টানেই রাস্তায় এভাবে ফুল বিক্রি করে ওরা। আসলে একটা ফুলের দাম আর কত? ২ টাকা, ৩ টাকা কিংবা ৫ টাকাই। আমরা কত টাকাইতো অকাজে ব্যয় করি। বাচ্চার জন্য নানান রকম খেলনা,কেউ আবার শখের বশে কুকুর কেনা কিংবা মদ গাঁজা খেয়েও কত টাকাই উড়াই। কিন্তু যখনই ওরা ভিার বদলে আপনাকে ফুল কিনতে অনুরোধ জানায় তখনই ফিরিয়ে দেন ওদের।
চড় থাপ্পর দিতেও দিধা করেন না অনেকে।
একটি বার ভাবুন ওদের কথা.........ওদের খাবার, থাকার, পোশাক আশাক কিংবা বেঁচে থাকার কথা। একবার নিজেকে প্রশ্ন করুন যে ছেলে বা মেয়েটি আপনাকে ফুল কেনার জন্য অনুরোধ জানাচ্ছে আপনার নিজের আত্মিয়র কেউ হতে পারত।
তাই মানবিক খতিরে ওদের কথা ভাবুন। ওদের সাহায্যে এগিয়ে আসুন।
সরকারের উপরোস্ত পর্যায় থেকে সকল পর্যায়ের সবার সহোযোগিতায় ওদের জীবন সুন্দর হোক। এই কামোনাই সবার কাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।