আমাদের কথা খুঁজে নিন

   

হায় আশরা Fool

ওয়াসিকুজ্জামান অনি

সবকিছু ঠিক ছিলো। ফিরে আসা নাজমুল আর মাশরাফি আর তার সাথে সাকিব, নাইম আর ঐ দুতি ওভার ছাড়া রুবেল মিলে শ্রীলঙ্কাকে দুবিয়ে দেবার সব আয়োজন সম্পুর্ন করেছিলো। কিন্তু আশরাFool তুমি কি করলে? হাত থেকে ট্রফিটা ফেলে দিলে? রুবেল কে আরো আগে বল করালেনা কেন? শেষে মাশরাফী বা নাজমুল থাকত? ঐ সময় রুবেল কে শর্ট বল করার বুদ্ধি না দিয়ে ব্লক হোলে বল করার তথা বলনি কেন কেউ? সবাই জানত রুবেল অনভিজ্ঞ, নতুন তাহলে রিয়াদ কে ১ ওভার বল করালেনা কেন? আগেইত রিয়াদ কে বল করানো যেত যখন সাঙ্গাকারার উইকেট দিচ্ছিলো না। এত ভুল কেমনে হয়? নাকি আশু জয়ের উল্লাসে সব ভুলে গিয়েছিলে? জয়তো কেউ প্লেটে সাজিয়ে দেবেনা, সব কিছু করার পর কেন এমন করলে? রুবেল একবার মার খাবার পর আবার কেন আনলে? সব থেকে আশ্চর্য ড্রেসিং রুমে বসে থাকা থিঙ্ক ট্যাঙ্ক, কোচ, নির্বাচক আর বোর্ডের অভিজ্ঞ লোকজন কি দলকে এই মেসেজ পাঠাতে পারেন নি? আশরাFool একা কেন আপনারা সবাই দায়ী। এমন সুযোগ আর আসবেনা।

তারপর অভিনন্দন তোমাদের এতদুর আসার জন্য। তোমাদের মাথায় নিয়ে বাড়ী যেতাম এখন যাচ্ছি আফসোস বাড়ী নিয়ে। আস্রাফুল নিজে থেকে ছেড়ে দাও এ পদ, তুমি পারছোনা। ক্রিকেটের লোক হিসেবে বড় কষ্ট পাচ্ছি। আমি জানি আমরা প্রতিদিন পারবোনা, কিন্তু এত কাছে এসে ছাড়লে ঐ মাঝে মাঝেটাও হবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।