আমাদের কথা খুঁজে নিন

   

ষাট দশকের ছড়া

বাংলাদেশের মানুষ এখনও তার সম্পূর্ণ অধিকার পাইনি। এই সংগ্রাম যতদিন চলবে ততদিন ছড়ার সংগ্রাম চলবে

১. গোলাপ ফুলে কাঁটা মারো যে তাই ঝাঁটা আইয়ব হবে চিৎ নড়বড়ে তার ভিত। ২. গেলাপ ফুলে ভোট দিওনা মার্কা আইয়ব খানের জিতলে যাবে সব স¤পদ পর্ব পাকি¯ানের ভোট দিওনা তাই ফাতেমা জিন্নার বাক্সটাতে ভোট দিও যে ভাই। ৩. মোনেম খানের কান্ড দেখে সবাই হেসে মরি ভোটের আগে কথাটা তার থুথু দিয়ে ভরি জানুয়ারীর দুই তারিখে ভোটের দিনে সে সব ভোটারের ভোট নাকি রে নেবে কিনে সে। ৪. সে এক আজবতšী মৌলিক গণতšী উদ্ভট ঐ উদ্ভট বেড়ে যায় সংকট।

৫. খুব হয়েছে খুব গদি ছাড় আইয়ব লুটেছিস ধন তাই হবে রণ। ৬. জানুয়ারীর দোসরা লীগের ঐ মোষরা ভোট চায় জিত্তে জ্বালা ধরে পিত্তে। ৭. আইয়ব হঠাও ভোটে স¤পদ সে লোটে মিস্ ফাতেমা পাশ আইয়ব পড়ে ফাঁস। ৮. কপ হয়েছে কপ তাতে আছে সব বিরোধীদের জোট দেখবে আইয়ব চোট। ৯. ওমরাহ খান গভর্ণর যতই দেখাক ভয় ও ডর মিছিল তবু চলবে বারূদ হয়ে জ্বলবে।

১০. নরুল আমিনের কল্লা কে আর পরে ধরলা নরুল আমিন থাকলো গায়ে আতর মাখলো। ১১. কৃষক নেতা জিতেন ঘোষ সেও করেছে দারূন ফোঁস রায়পুরাতে যায় কেবল হোঁচট খায়। ১২. কমরেড মতিন বলেছেন তিনি গাঁয়ে চলেছেন বিপ্লব চায় চাষী হলেও তাদের ফাঁসি। ১৩. গ্রাম থেকে শুরু হয়ে থানা মহকুমা জেলা শেষে শহর ঢাকা রাইফেলটা চুমা দখল হবে একে একে রাজ মতার সব শুরু হবে বিপ্লবীদের মহা মহোৎসব। ১৪. যায়না বুঝা তার ভিউ দিয়েছে সে কারফিউ রক্ত আরো নেবে পাইনা যে কূল ভেবে।

১৫. গোল টেবিল না রাজপথ সবাই বলে রাজপথ মুজিব বলে না পিন্ডিতে দেয় পা। ১৬. আইয়ব গেল চলে বহুকথা বলে এহিয়া খান এলো হলো এলোমেলো। ১৭. এহিয়া খানের ভাষণ আরো কঠিন শাসন নির্বাচনের কথা কেবল কথকতা। ১৮. মার্শাল ল’ এলো নেতারা কই গেলো ভোট পেটুকের দল কি ভেবেছিস বল। ১৯. পাইনা মোটে হিস্যা যায় শুনিয়ে কিস্সা মুসলমানের দল লুঠলো এ অঞ্চল।

২০. ভাঙলো বাড়ী ভাঙলো ঘর ডেমরাতে হয় ঘর্ণিঝড় সে এক করূন দৃশ্য দেখলো সারা বিশ্ব। ২১. কুসুমপুরে সভা সবাই হাজির হবা কৃষক রাজের জন্য হও হাজিরায় ধন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।