আমাদের কথা খুঁজে নিন

   

চলো আজ বৃস্টি নামাই

জ্ািননা

কাজল পরবে তো আজ সেই প্রথম দিনের মতন মমতা নিয়ে অতপর মায়াভরা দৃস্টি দিয়ে তাকাবে একবার ? একটুখানি তুমি এখনো লাল টিপটা পরো তো ? স্মৃতিরা প্রতারকের মতন সব ভুলিয়ে দেয় মাত্রো কটা মাসের দুরত্বে কত ঝাপসা হয়ে গেলে? যেন কালবৈশাখী এলো আর আধারের ওপারে তুমি সত্যি একটা দূরে গেছো তুমি জানি আজ ক্লান্তিভরে নুয়ে থাকা হৃদয়ে প্রশান্তির পরশ হবে না তুমি আজ শেষবারের মতন হিসেবের খাতাটা মেলাবো আমরা আজ ক্লান্ত হৃদয় আরো ভার হবে বর্ষার গোমড়া আকাশটার মতন আচ্ছা ! বৃস্টির অবিরাম ধারা যেমন শুভ্রতা আনে আকাশে আমরা কি তেমন বৃস্টি নামাতে পারিনা ? সব ভুলগুলো মুছে দিতে চলো আজ বৃস্টি নামাই যাবে তো..?? ছবি_ফ্লিকার,প্রোফাইল-স্যাডো অফ ডার্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।