আমাদের কথা খুঁজে নিন

   

তবু আমি এঁকেই চলি সরল রেখা, সরল বিশ্বাসে।

সুখীমানুষ

সরল আমি সরল আমার ভালোবাসা, সরলরেখার একটি পাড়ে সে আমি অন্য পড়ে। তারে আমার পাওয়া হয় না এঁকেই চলি সরল রেখা, সরল বিশ্বাসে। পথে পড়ে ষড়ঋতু, আবর্তণ হয় আবার, আবার। আমি এঁকেই চলি সরল রেখা, সরল বিশ্বাসে। আজকাল আর সরলরেখায় কার আগ্রহ! তোমরা আছো ত্রিভূজ কিংবা বহুভূজের ভালোবাসায় একটু ভালো কিছু পাবার আশায়। সরলে কি আর জীবন চলে? তবু আমি এঁকেই চলি সরল রেখা, সরল বিশ্বাসে। ১৬-১-০৯, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।