আমি ব্লগ রাইটার না, কিন্তু .....
বিস্তীর্ণ সমাজে কেন এত উশৃঙ্খলতা?
জীবন প্রবাহের খন্ডিত অংশে ।
হে মানব, কি নির্বোধ !
অঝোর ধারায় ঝরছে তাদের অপবোধ ।
ক্ষীণ জগতের সল্পায়ু বিলিয়ে দিচ্ছে তারা
অপজগতের ধারায় ।
জীবন সংগ্রামের প্রতি মুহূর্ত
যারা অপকর্মে থাকে লিপ্ত,
তারাই অতি ধূর্ত ।
সরল জাতি পিষ্ট হয় অপজাতির হাতে
রুখে দাড়াতে হবে এই নিষ্ঠুরতাকে ।
সমাজে অপরাধ বিরাজ করছে সমুদ্রের মত
মানব জাতি প্রতিনিয়ত হচ্ছে উত্তপ্ত ।
স্রষ্টার কাছে আকুল আবেদন
চাই অপরাধ থেকে উপশম
চাই মুক্ত সমাজ, হোক নির্মূল অধম ।
---------------------------------- ১৬/০৬/৯৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।