আমাদের কথা খুঁজে নিন

   

কি এক অসাধারন জয়



কি এক অসাধারন জয়ই না পেলাম আমরা । চারিদিকে যখন টেস্ট স্ট্যাটাসের ব্যাপারটা প্রশ্নবিদ্ধ এটা যেন তাদের জন্য ..... । রিচার্ডসনকে উর্দ্ধৃতি দিয়ে টেস্ট স্ট্যাটাস তুলে নিতে পারে বলে যখন বিভিন্ন কথা বাতাসে উড়ছিল I could very well imagine the mental situation of our beloved cricketers. তখন মনে শুধু একটাই আশা এই ত্রিদেশীয় সিরিজে (জিম্বাবুয়ের কাছে তখন already প্রথম ম্যাচে আমরা পরাজিত) যদি কোনভাবে শ্রীলংকাকে পরাজিত করা যায় । আমাদের প্রিয় ক্রিকেটাররা আমাদের আশাহত করেনি উপরন্ত দারুন আর বিশাল এক জয় এনে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে । সাবাস মাশরাফি, রুবেল, সাকিব, আশরাফুল আর বাকি সবাই । তোমাদের জন্য রইল ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।