আমাদের কথা খুঁজে নিন

   

রাজ দর্শন হইল

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

কয়েকদিন ধরিয়া উত্তরবঙ্গ দেশে তীব্র শীত অনুভুত হইতেছে। জনজীবন অচল হইবার জোগাড়। তো আজ সকালে চায়ের দোকানে বসিয়া আছি উদ্দেশ্য একটু চা পান করিয়া শরীরটাকে চাঙ্গা করা। এরি মধ্যে দেখিলাম অসংখ্য মোটর সাইকেল হুইসেল বাজাইয়া নিরবতা ভঙ্গ করিয়া উর্দ্ধ শ্বাসে ছুটিয়া চলিছে। বুঝিতে পারিলাম, কোন নেতা বা নেত্রীর আগমন ঘটিতেছে।

সামনে উপজেলা নির্বাচন, নির্বাচনের শো ডাউন হইবে। সদ্য নির্বাচিত সংসদ সদস্য তার সাঙ্গপাঙ্গ লইয়া বিশাল মোটর বহর নিয়া আগাইয়া আসিতেছেন। উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের সমর্থক ৩ জন প্রার্থী দাঁড়াইয়াছেন। তাহাদের মধ্যে একজনকে সঙ্গে লইয়া এই শো ডাউন গণমানুষকে বুঝাইয়া দিবার চেষ্টা হইতেছে যে, আগামী দিনে ইনিই হইবেন এলাকার মা বাপ। বিগত আওয়ামীলীগের আমলে এই সংসদ সদস্য প্রতিমন্ত্রী হইয়াছিলেন।

আমরা আশা করিয়াছিলাম এই বারও তিনি তেমন একটা কিছুই হইবেন। কিন্তু মন্ত্রী সভার সদস্যদের তালিকায় কোথাও তাহার নাম না দেখিয়া আমরা হতাশ হইয়াছিলাম। নির্বাচনের আগে তিনি এলাকায় আসিয়াছেন কিনা জানি না। আসিলেও আমি তাহাকে দেখিতে পাই নাই। ইহার জন্য কিঞ্চিত মন বিকল্য হইয়াছিল।

কিন্তু অদ্য সাত সকালে তাহাকে দর্শন করিয়া যার পর নাই আনন্দিত হইলাম। তিনি হস্ত নাড়াইয়া এদিক ওদিক তাকাইয়া সবাই সালাম ঠুকিতেছেন। ইহা দর্শন করিয়া আমার অন্তর আত্না খুশীতে নাচিয়া উঠিল। আপনারা আমাদের নেতার জন্য একটু আর্শিবাদ করিবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।