আমাদের কথা খুঁজে নিন

   

জামাত-শিবির বয়কট বা স্বাধীনতাবিরোধীদের নির্বাচনে বয়কট!!! আসলেই কি বয়কট না অন্যকিছু



একটা ব্যাপার কিছুতেই মাথায় আসছে না....... সবাই বলে বেড়াচ্ছে এ নির্বাচনে জামাত-শিবির তথা স্বাধীনতাবিরোধী চক্রকে জনগণ বয়কট বা বর্জন করেছে কিন্তু আমার মাথায় কিছুতেই একটি বিষয়ে খোলাসা হচ্ছে না কেননা নিচের পরিসংখ্যান দেখলেই তা কেমন জানি গোলমেলো মনে হয়: ::::::নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী:::::: গত নির্বাচন অর্থাৎ ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট ও শতকরা হার ছিল যথাক্রমে ২৩,৮৫,৩৬১ ও ৪.২৮%, প্রাপ্ত আসন ১৭টি এবং ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট ও শতকরা হার যথাক্রমে ৩২,৮৯,৯৬৭ ও ৪.৭০%, প্রাপ্ত আসন ২টি। অর্থাৎ গত নির্বাচনের তুলনায় এবার জামাত ৯,০৪,৬০৬ বেশী ভোট পেয়েছে। তাহলে জনগণ এদেরকে যদি সত্যিই প্রত্যাখান করে তাহলে ৯,০৪,৬০৬ ভোট বেশী পাওয়ার কি কারণ!!!!!!! আমার মাথা কেমন জানি ঘুরতাছে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।